বাগেরহাট ছাত্র ইউনিয়ন সংসদের প্রতিবাদ কর্মসূচি

0
174

বাগেরহাট প্রতিনিধি:
সারা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন, খুন-গুমের বিরুদ্ধে ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে। সেই লড়াইয়ের অংশ হিসেবে ঢাকার ভিকারুন্নেসা স্কুলের দেয়ালে ধর্ষণ বিরোধী গ্রাফিতি আঁকার সময় পুলিশি নির্যাতনের শিকার হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রিয় কমিটির নেতা জহর লাল রায় ও ঢাকা মহানগর সংসদের নেতা সাদাত মাহমুদ। পুলিশি সেই নির্যাতনের পাল্টা জবাব দিতে ধর্ষণ বিরোধী মিছিল আরো বড় হতে শুরু করে। দেশব্যাপী ছাত্র ইউনিয়ন কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। কখনো রাজপথ, আবার কখনো পথের দেয়ালই হয়ে উঠছে প্রতিবাদের ভাষা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাগেরহাট জেলা সংসদ সেই প্রতিবাদের মিছিলে দেয়ালে ফুটিয়ে তুলেছে ধর্ষণ বিরোধী গ্রাফিতি ‘পাহাড় অথবা সমতলে, প্রতিরোধই শুধু কথা বলে’, দঘঙ গঊঅঘঝ ঘঙ’, ‘গায়ে হাত দিবেন না’, ইত্যাদি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রিয় সংসদের নেতা বেলাল হোসাইন বিদ্যা, জেলা সংসদের আহ্বায়ক আরিফুল ইসলাম সজীব ও জেলার নেতা দেবব্রত দাশ পলাশের নেতৃত্বে এই আন্দোলন চলমান রয়েছে। তাদের ভাষ্য মতে, একদিকে রাষ্ট্রীয় নজরদারি যেমন জোরালো করা প্রয়োজন, তেমনি নারীকেও আর চুপ করে থাকলে চলবে না। নির্যাতন-নিপীড়ন ঘর থেকে হোক অথবা বাইরে থেকে হোক, তাকে প্রতিবাদই শুধু নয়, প্রতিরোধও গড়ে তুলতে হবে। বিবি খাদিজা অথবা মা দূর্গার রূপ নিতে হবে তাদের। নারী যেমন মমতাময়ী একটি রূপ, তেমনি সব কিছু ধ্বংসস্তুপে পরিণত করতেও সক্ষম; এই বার্তা পৌঁছে দিতে হবে প্রতিটি ধর্ষকের শিহরণে। নেতৃবৃন্দ আরো বলেন, দল-মত-নির্বিশেষে একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর ‘বাংলাদেশ’ গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটা চালিয়ে যেতে হবে।