বাগেরহাটে হযরত মাজারের দীঘিতে পড়ে বৃদ্ধ’র মৃত্যু

0
388

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরতলীতে হযরত খানজাহান (রহ:) মাজার দীঘিতে গোছল করতে নেমে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে প্রায় ৮০ বছর বয়সের এই বৃদ্ধা মাজার শরীফের ঐতিহাসিক ‘খানজাহানের দীঘি’র মহিলা ঘাটে গোছল করতে নেমে অসুস্থ্য হয়ে পড়লে উপস্থিত পর্যটক ও খাদেমরা তাকে দ্রুত সিড়িঘাটের উপরে তুলে আনে। এসময়ে তার বাড়ী বাগেরহাটের মোরেলগঞ্জে এতোটুকু বলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পরিচয় জানাতে মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হল মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া ইউনিয়নের পিসি বারুইখালী গ্রামের মজিদ হাওলাদার (৮০) বলে পরিবারের সদস্যরা বিকালে মৃত্য বৃদ্ধকে শনাক্ত করেন। পরিবারের সদস্যরা বলছেন, সোমবার সকাল থেকে তিনি নিঁখোজ ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, হযরত খানজাহান (রহ:) মাজার দীঘিতে গোছল করতে নেমে অজ্ঞাত এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে পরিচয় জানাতে মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হল মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া ইউনিয়নের পিসি বারুইখালী গ্রামের মজিদ হাওলাদার বলে পরিবারের সদস্যরা বিকালে মৃত্য বৃদ্ধকে শনাক্ত করেন। বৃদ্ধ’র ময়না তদন্ত বাগেরহাট হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।