বাগেরহাটে শারীরিক প্রতিবন্ধি ও গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ

0
183

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের সদর উপজেলার মগরা এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে শারীরিক প্রতিবন্ধী ও গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে ভুক্তভোগীর পিতা দেলছের আলী জানা জানান শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে তার শারীরিক প্রতিবন্ধী ছেলে রফিকুল ইসলাম গরু নিয়ে মাছের ঘেরে যাওয়ার সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মৃত আরজ আলী শেখ এর ছেলে মহব্বত আলী (৫৫), মহব্বত আলীর ছেলে আলামিন শেখ ওরফে পচা (৩০), এনামুল শেখ (২৮), শেখ আকরাম আলীর ছেলে সোহেল শেখ (৩০) ও মহব্বত আলীর স্ত্রী হাজেরা বেগম (৪৫) অতর্কিতভাবে এলোপাথাড়ি ভাবে মারধর শুরু করে। মারধরের সময় রফিকুল ইসলামের ডাক চিৎকারে রফিকুল ইসলামের গর্ভবতী স্ত্রী রেশমা বেগম, চাচাতো ভাই ফারুক উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করে। এসময় অভিযুক্ত সোহেল শেখ রেশমা বেগমের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ আনে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। এব্যপারে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে,এম আজিজুল ইসলাম বলেন, আমরা অভিযোগ গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।