বাগেরহাটে মিথ্যা মামলায় ফাসিয়ে জমি দখলের পায়তারা

0
358

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাসিয়ে তাদের জমি দখলের অভিযোগ উঠেছে জনৈক সেলিম জোয়াদ্দারের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার পিসি বারুইখালী গ্রামের ভুক্তভোগী আব্দুল আউয়াল তালুকদারসহ তার পরিবারের ৪ সদস্য জেল হাজতে রয়েছে। বাকিরা স্বজনদের জেল থেকে মুক্ত ও জমি রক্ষায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
ভুক্তভোগী আব্দুল আউয়াল তালুকদারের স্ত্রী মোসাঃ হাসিনা বেগম বলেন, উপজেলার কেয়ার বাজারে বায়তুল মামুর জামে মসজিদের সাথে সড়কের পাশে দুইটি দোকান দীর্ঘদিন ধরে আমরা ভোগ দখল করে আসছি। কিন্তু একই এলাকার সত্তার জোয়াদ্দারের ছেলে মোঃ সেলিম জোয়াদ্দারসহ কয়েকজন আমাদের ওই দোকান ও জায়গা দখলের পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে সেলিম জোয়াদ্দার পরিকল্পিত ভাবে আমার স্বামীসহ আমাদের পরিবারের কয়েকজনের নামে একটি মিথ্যা চাঁদাবাজী মামলা দেয়। ওই মামলায় আমার স্বামী আব্দুল আউয়াল তালুকদার, দেবর আঃ হামিল তালুকদার, ননদ পারভীনকে গ্রেফতার করে পুলিশ আদালতে সোপর্দ করে। তারা এখন জেল হাজতে রয়েছে। এই সুযোগে আমাদের অনেক মূল্যবান সম্পদ ও দোকান লুটপাট ও দখল করছে সেলিম জোয়াদ্দার। আমি এর থেকে পরিত্রাণ চাই। এ বিষয় সেলিম জোয়াদ্দার বলেন, আসলে এসব ঘটনা ঘটেনি। এগুলো মিথ্যা ও বানোয়াট।