বাগেরহাটে বিডার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

0
290

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দক্ষতা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন। প্রথম ব্যাচে ২৫ জন শিক্ষার্থী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেয়াদের মাস ব্যাপী এই প্রশিক্ষণে ব্যবসা শুরুর প্রক্রিয়া, আরজেএসসি নিবন্ধন, শুল্ক ও ভ্যাট, আমদানি, রপ্তানি, ব্যবস্থাপনা দক্ষতা, ব্যাংক একাউন্ট খোলা, এলসি, ঋণ ও বীমা, বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলশ ফরাজী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দিন রাখী, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, ব্যবসায়ী সাইদ সরদার, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ (ইএসডিপি) শীর্ষক প্রকল্পের বাগেরহাট জেলা প্রশিক্ষক এমডি মশিউর রহমান প্রমুখ। এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিরতী হীন সেবা সুবিধা, পরিবেশ ছাড়পত্র,পণ্যের মান নিয়ন্ত্রণ, ওজন ও পরিমাণ নিশ্চিত, সাপ্লায়ার্স ও লিংকেজ, সংশ্লিষ্ট আইনসমূহ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হবে।