বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

0
335

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ২০১৮ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শনিবার বিকাল ৪টায় বর্ণমালা শিশু শিক্ষালয় মিলনাতয়নে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও বর্ণমালা শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন।
প্রধান অতিথি ছিলেন দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির। শুভেচ্ছা বক্তৃতা করেন সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির বাচ্চু। সভাপতি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-১০২৮/৯৮ এর কেন্দ্রীয় কমিটির ব্যর্থতায় প্রতিটি বিভাগীয় শহরে তিন চারটি করে কমিটি থাকার কারণে সকল সময়ই বিড়ম্বায় পড়তে হয়। সে কারণে সভাপতি মহোদয়ের নেতৃতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ ২০১৯ শিক্ষাবর্ষ থেকে ‘‘কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ’’ নামকরণে নতুন এসোসিয়েশন গঠন করা হয়েছে। ২০১৯ শিক্ষাবর্ষ থেকে নগরী ও এর আশপাশ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য অত্র এসোসিয়েশনের অন্তর্ভূক্ত হওয়ার জন্য সকল কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি আহ্বান জানান। বৃত্তি পরীক্ষায় খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়।