বাংলাদেশ অর্থনীতি সমিতির খুলনা আঞ্চলিক সেমিনার

0
358

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ অর্থনীতি সমিতির খুলনা আঞ্চলিক সেমিনার আজ শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। “বঙ্গবন্ধু-দর্শন ও মানব উন্নয়ন” শিরোনামে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এবং তাঁর প্রবন্ধের শিরোনাম “বঙ্গবন্ধু-দর্শন” তত্ত্ব, প্রয়োগ ও ‘উচ্ছেদিত সম্ভাবনা”। দিন ব্যাপি তিনটি পর্বে অনুষ্ঠিত এ সেমিনারের প্রথম পর্বে খুলনা আঞ্চলিক সেমিনার উপলক্ষে প্রকাশিত স্যুভেনির ‘পরার্থপরতা’র মোড়ক উন্মোচন, চারটি বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য চারজন গুণীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হবে। যাদের সংবর্ধনা প্রদান করা হবে তাঁরা হলেন যথাক্রমে শেখ কামরুজ্জামান টুকু (মুক্তিযুদ্ধ), কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক (সাহিত্য) সন্তোষ কুমার মজুমদার (তে ভাগা আন্দোলন), এ্যাড. মোঃ এনায়েত আলী (সংবিধান বিশেষজ্ঞ) এবং সেমিনার উদ্বোধন। এ পর্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত, সভাপতিত্ব করবেন খুলনা আঞ্চলিক সেমিনার-২০১৯ এর আহ্বায়ক এবং বাংলাদেশ ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খান। দ্বিতীয় পর্বে মূল প্রবন্ধ “বঙ্গবন্ধু-দর্শন” তত্ত্ব, প্রয়োগ ও ‘উচ্ছেদিত সম্ভাবনা” উপস্থাপন করবেন অধ্যাপক ড. আবুল বারকাত এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। তৃতীয় পর্বে বাংলাদেশের কৃষি, শিল্প, শিক্ষা, পরিবেশ বিষয়ক প্রবন্ধ উপস্থাপিত হবে। এ সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং বিভিন্ন শ্রেণি পেশার সুধীবৃন্দ উপস্থিত থাকবেন।