বরফ কলের গল্প

0
707

ঋতু দে:
খুলনার ত্রাস এরশাদ শিকদারের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম বরফ কলের গল্প।থ্রিলার ঘরানার ওয়েব সিরিজটিতে অভিনেতা আনিসুর রহমান মিলনকে দেখা যাবে মুখ্য চিরত্রে।ওয়েব সিরিজটি নির্মাণ করছেন পরিচালক শহিদুল নবী।ওয়েব সিরিজটি স্টিম করা হবে ওটিট প্লার্টফর্মে। উল্লেখ্য যে, এরশাদ শিকদার ছিলেন খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী। দক্ষিণাঞ্চলে ছিল তার একছত্র অধিপত্য। শুধু খুলনা নয় তিনি ক্রমশ হয়ে উঠেছিলেন দেশের ৬৪ জেলার ত্রাস। তার নির্মমতা এবং নিষ্ঠুরতা জনমনে জন্ম দিয়েছিল ভয়ংকর আতংক। তার মানুষ হত্যার ধরন হার মানিয়েছে যেকোন ভয়ংকর ক্রাইম থ্রিলার মুভির গল্পকেও। সাধারন মানুষের জন্য তার বরফ কল ছিল মৃত্যুর কারখানা।
সিরিজটি নিয়ে অভিনেতা আনিসুর রহমান বলেন, এটি একটি ছেলের গল্প যে খারাপ কাজের মাধ্যমে নিজের জীবন গড়ে তুলেছে। এখানে আমার চরিত্রটির নাম নওশাদ।বাংলাদেশের ওয়েব সিরিজের ইতিহাস আরও একটি মাইলফলক স্পর্শ করতে চলেছে এরশাদ শিকদারের এই গল্পের মধ্য দিয়ে। আনিসুর রহমান মিলনের লুকেই ধারণা করা হচ্ছে ওয়েব সিরিজটির অনাগত চমক সম্পর্কে। তিনি যে একজন জাত অভিনেতা এই বিষয়ে কোন সন্দেহ নেই। গল্প, চরিত্রটির লুক, স্থান -কাল পাত্রসব মিলিয়ে তিনি যদি নিজের সবটুকু দিয়ে কাজ করেন তবে অবশ্যই মনে রাখার মতো একটা কাজ পেতে যাচ্ছে দর্শক। বরফ কলের টিম মেম্বাররা সিরিজটি সম্পর্কে কোন তথ্য প্রকাশ করে নি এখোনো।তবে ধারনা করা হচ্ছে গল্পটিতে বাস্তব ও কাল্পনিক বিষয়বস্তুর সংমিশ্রণ রয়েছে। এরশাদ শিকদারের জীবনী নয় তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরী কাহিনীর উপর নির্ভর করে নির্মান করা হয়েছে সিরিজটি। গল্পের প্রয়োজনে চরিত্রগুলোতেও ব্যবহার করা হয়েছে ভিন্ন নাম। সিরিজটির শুটিং খুলনার সাত নম্বর ঘাট, রুপসা ব্রিজসহ খুলনার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হচ্ছে। আাশা করা যায় এই রকম ক্রাইম থ্রিলার সিনেমাগুলো ভালভাবে বানাতে পারলে আমাদের ইন্ড্রাস্ট্রি আরো এগিয়ে যাবে। আমাদের চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজের সুদিন ফিরে আসতে খুব একটা দেরি হবেনা।