বন্ধ জুটমিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মানবন্ধন : ২ দিনের কর্মসুচি ঘোষনা

0
185

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনার বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন সোনালী, এ্যাজাক্স, আফিল, মহসেন, জুট স্পিনার্স সহ বন্ধকৃত কলকারখানা চালু, চুড়ান্ত বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পুর্বঘোষিত কর্মসুচী অনুযায়ী ১ ফেব্রæয়ারী সোমবার বেলা সাড়ে ১১ টায় খুলনা পিকচ্যার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসুচী পালন করে বেসরকারি জুট মিলের শ্রমিকরা। ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ বক্তিয়ার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিন কাজী, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, কাবিল আহম্মেদ, ওবায়দুর রহমান, আবুল কাশেম মোকছেদ মোল্লা, লুৎফর রহমান খান, বাবুল শেখ, আঃ ওহাব, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাবউদ্দিন, শেখ ইলাহী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, মোঃ ইমরান হোসেন, মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধন থেকে ২ দিনের কর্মসুচি ঘোষনা করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে আগামি ৭ ফেব্রæয়ারি রবিবার বেলা ১১ টায় খুলনা বিভাগিয় শ্রম পরিচালকের কার্যালয়ে ও ১১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসুচি পালন করবে শ্রমিকরা। এর মধ্যে শ্রমিকদের দাবি না মানা হলে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ।