বন্ধকৃত এ্যাযাক্স জুট মিলের শ্রমিক কর্মচারীদের ফাইনাল বিলের চেক প্রদান

0
452

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধিঃ নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধকৃত এ্যাযাক্রা জুট মিলের শ্রমিকদের পূর্ব প্রতিশ্রুতির অংশ হিসাবে মিলের শ্রমিক-কর্মচারীদের ফাইনাল বিলের চেক প্রদান অনুষ্ঠান শনিবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় মিল অভ্যান্তরে অনুষ্ঠিত হয়। শ্রমিকদের চুড়ান্ত বিলের চেক প্রদান অনুষ্ঠান উপলক্ষে বেসরকারি পাট, সুতা, বন্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিলের পরিচালক মোঃ মাহমুদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুখ মোল্যা। শ্রমিক নেতা বখতিয়ারের সভাপতিত্বে এবং আব্দুল ওহাবে পরিচালনায় বক্তৃতা করেন মিলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক নেতা ইমরান মীর, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, শ্রমিক নেতা মিজানুর রহমান, হিরণ মীর, আফজাল হোসেন, রতন মোল্যা প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বন্ধকৃত এই মিলের ১২৯ জন শ্রমিককের ফাইনাল বিলের চেক প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, মিলের ২ হাজার ৪০জন শ্রমিকের মধ্যে শনিবার পর্যন্ত সর্ব মোট ১৭শ শ্রমিকের সমন্থ ফাইনাল বিলের বকেয়া এবং বকেয়া এককালীন সম্পুর্ন ভাবে পরিশোধ এবং চেক প্রদান করে। নেতৃবৃন্দ বাকী আরো ৩শ ৪০ জন শ্রমিককের ফাইনাল বিলের চেক দ্রুত সময়ে প্রদান করার আহবান জানান। একই সাথে নেতৃবৃন্দ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে ঐক্যবন্ধ থাকার আহবান জানান। এ সময় নেতৃবৃন্দ খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকনেত্রী বেগম মন্নুজান সুফিয়ানে অবদানের কথা স্বিকার করে এবং মিলের বর্তমান মলিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।