বটিয়াঘাটায় লবনাক্ততা ব্যবস্থাপনা ও গবেষনা কেন্দ্রের পরিদর্শন কৃষিমন্ত্রী’র

0
444

বটিয়াঘাটা প্রতিনিধি:
কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন আধুনিকায়নের এই যুগে যুগের সাথে তাল মেলাতে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি সেক্টরে মেঘা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। দিনে দিনে কৃষি জমি কমে আশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক দূরদর্শিতার কারনে কম জমিতে অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে একের পর এক মেঘা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তার এই সুদূর প্রসারী দূরদর্শিতার কারনে দেশ আজ খাদ্যে সয়ং সম্পূর্ণ হয়ে বিশ^ দরবারে মাথা উঁচু হয়ে দাঁড়িয়েছে। কৃষক তার কৃষি পন্যের ন্যায্য মূল্য পাচ্ছে। সরকার বিনা মূল্যে কৃষি উপকরণ সরবরাহ করছে।
তিনি বৃহস্পতিবার বিকাল ৪টায় বটিয়াঘাটা উপজেলার গাগড়ামারী লবনাক্ততা ব্যবস্থাপনা ও গবেষনা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস এমপি, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডার, ধান গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. শাহাজান কবীর, কৃষি গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক চন্ডী দাস কুন্ডু, গম ও ভূট্টা গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ ইসরাইল হোসেন, সুগার ক্রপ গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন, জিকেবিএসপি’র প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ^াস, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জালাল উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান, উপ-পরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা অমরেন্দ্র নাথ বিশ^াস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, কৃষি বিভাগের এডিডি নজরুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল কবির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান হাদী, সাংবাদিক পরিতোষ রায়, বিপ্রদাস রায়, আহসান কবীর, শাহীন বিশ^াস, বুদ্ধদেব মন্ডল সহ উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।