বটিয়াঘাটায় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের দাফন সম্পন্ন

0
304

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করায় গার্ড অফ অনার ও জানাযার নামাজের মাধ্যম্যে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর সকাল ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের ভাদগতী গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, তার সহযোদ্ধা উপজেলা প্রশাসন এর প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের মরদেহের গোছল শেষে উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার এর উপস্থিতিতে পুলিশের চৌকশ বাহিনী বালিয়াডাঙ্গা ঈদগাহ ময়দানে বিকাল ৪ টায় গার্ড অফ অনার প্রদর্শন করেন । এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ, সাবেক কমান্ডার ক্যাপ্টেন আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে নিরঞ্জন রায়, ইকবাল হোসেন, মনিরুল ইসলাম, অহিদুজ্জামান, খান জাহাঙ্গীর আলী, আব্দুল হালিম, আব্দুর সালাম, মোশারফ হোসেন প্রমূখ। জেলা আওয়ামীলীগ নেতা নিমাই চন্দ্র রায়, নবকুমার চক্রবর্তী, কামরুজ্জামান জামাল, শেখ রাসেল কবির। বিকাল ৫ টায় একই স্থানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠানের পর পরিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।