বটিয়াঘাটায় মিথ্যা বিয়ে সাজিয়ে অবৈধ সম্পর্ক, অতঃপর প্রতারণা

0
499

মারুফ গাজী:
খুলনার বটিয়াঘাটায় নুসরাত জাহান ঋতু (১৪) নামের এক কিশোরিকে বশির হাওলাদার (২২) নামের এক যুবক মিথ্যা বিয়ে সাজিয়ে দীর্ঘদিন অবৈধ মেলামেশা করে প্রতারণা করার অভিযোগ উঠে। সোনাডাঙ্গা থানায় এমনই অভিযোগে এজাহার দায়ের করেছেন বটিয়াঘাটা থানার বাইনতলার বাসিন্দা শেখ আতিয়ার রহমানের মেয়ে ঋতু। প্রতারণার শিকার ঋতুর বোন বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনসার্জ বরাবর এজাহার দায়ের করে।
এজাহারে উল্লেখ করা হয় পিরোজপুরের মঠবাড়িয়ার কবির হাওলাদার এর ছেলে মোঃ বশির হাওলাদার তার বাবা ও এক নিকট আত্বিয়ের যোগ-সাজসে নুসরাত জাহান ঋতুর সাথে সোনাডাঙ্গা থানাধীন নবপল্লী কমিউনিটি সেন্টারে ০১ জন উকিল সাহেবের মাধ্যমে ৩০ টাকা ও ২০ টাকার স্ট্যাম্পে বিবাহের এফিডেভিট বানিয়ে অবৈধভাবে বিবাহ করে। অতঃপর তারা সোনাডাঙ্গা ৩য় আবাসিকে ছাত্তার বিশ্বাসের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন অবৈধভাবে মেলামেশা করে আসছিল। বৈধভাবে বিবাহ না হলেও অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে। এক পর্যায়ে নুসরাত প্রতারক ছেলে ও তার বাবাসহ সর্বমোট ৩/৪ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা এজাহার দায়ের করে। এজাহারের মূল আসামী মোঃ বশির হাওলাদারের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও কিশোরির সাথে সে নানা রকম প্রলোভন দেখিয়ে ভূয়া বিবাহ করে। পরবর্তিতে নুসরাত জাহান ঋতু প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ৩১/১০/২০১৯ ইং তারিখ বশির হাওলাদারের মায়ের ভাড়াটিয়া বাসা হতে নিজ বোনের ভাড়াটিয়া বাসায় পালিয়ে চলে যায়। পরবর্তিতে তার বোনের সাথে সে ঘটনার বিস্তারিত খুলে বলে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের ওসিসিতে ভর্তি থাকায় তার বোন মুক্তা (২৩) বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।