বটিয়াঘাটায় আধানিবিড় মৎস্য চাষ উপলক্ষে সভা

0
258

বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলায় আধানিবিড় (সেমি ইনটেনসিভ) মৎস্য চাষ উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় স্থানীয় শৈলমারী খলশীবুনিয়া পূঁজা মন্দির চত্বরে মৎস্যচাষীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেখর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত মৎস্য ব্যবসায়ী শিল্পপতি প্রফুল্ল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন ও ¯্রীম ফিসারিজের ব্যবস্থাপনা পরিচালক মুনসুর আলম চৌধূরী। উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মকর্তা মোঃ মোরাদ আলী, কৃষি ব্যাংক কর্মকর্তা মিরাজুল ইসলাম খোকন। মত বিনিময় সভায় মৎস্য চাষীরা বিদ্যুৎ বিল কৃষি বিলের ন্যায়, স্বল্প সুদে ঋণ, হাতে কলমে প্রশিক্ষণ সহ চাষীদের সকল প্রকার সুযোগ সুবিধা সরকার বহন করলে দেশের বৈদেশিক মূদ্রা অর্জনে সফলতা ফিরে আসত বলে তারা জানান।