ফকিরহাটে কালি পূজা উপলক্ষে শিক্ষা বৃত্তি ও বস্ত্র বিতরণ

0
360

ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট থানা কেন্দ্রীয় মন্দিরে শ্যামা কালী পূজা উপলক্ষে রবিবার রাত ৮টায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। স্বর্গীয় কালিদাস সাহা ও স্বর্গীয় গৌরী সাহা এবং হিরক কুমার ঘোষের সৌজন্যে ৭৫জন নারীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া স্বর্গীয় কালিদাস দাস স্মৃতি এর উদ্যোগে ২০জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি প্রধান শিক্ষক (অবঃ) ঠাকুর দাশ রায়। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মন্দির কমিটির সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ ও প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, স্বর্গীয় কালিদাস সাহা ও স্বর্গীয় গৌরী সাহার পুত্র প্রভাষক শ্যামল কুমার সাহা, শিক্ষক দুলাল চন্দ্র রাহা, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, হাসপাতালের প্রধান সহকারি অসিম কুমার চক্রবর্তী, এসআই গৌতম হালদার, এএসআই মেহেদী হাসাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি মন্দির কমিটির বিকাশ বিশ্বাস, নিত্ত রঞ্জন মন্ডল, সমীর কুমার গুহ, অসিম কুমার, সাংবাদিক মান্না দে, এম জাকির হোসেন সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণ করা হয়।