বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগীতায় খুলনার বিজয়ী ৭

0
742

বিজ্ঞপ্তি : কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতায় খুলনা থেকে ৭ জন প্রতিযোগী বিজয়ী হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন ৪ জন, রানার্স আপ ২ জন ও তৃতীয় স্থান অধিকার করেছে ১ জন। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় (ক) গ্রুপে চ্যাম্পিয়ন (স্বর্ণ পদক) হয়েছে সুমাইয়া জাহান অধরা, রানার্স আপ (রৌপ্য পদক) হয়েছে (খ) গ্রুপের স্বর্ণজিৎ বালা, অভিনয়ে চ্যাম্পিয়ন (স্বর্ণ পদক) হয়েছে ক গ্রুপের আদ্রিসা বিনতে আলম (ঘ) গ্রুপে চ্যাম্পিয়ন(স্বর্ণ পদক) হয়েছে লুবনা আক্তার, নজরুল সঙ্গিত ঘ গ্রুপে চ্যাম্পিয়ন(স্বর্ণ পদক) হয়েছে মমরোজ মাহমুদ মম, আবৃতিতে রানার্স আপ (রৌপ্য পদক) হয়েছে ঘ গ্রুপের হুমায়ারা আক্তার হিয়া, বঙ্গবন্ধুকে নিয়ে গান প্রতিযোগীতায় ঘ গ্রুপে তৃতীয় স্থান (ব্রোঞ্জ পদক) অধিকার করেছে পূজা মলি-ক। উল্লে¬খ্য গত শুক্রবার রাজধানীর ঢাকা তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতায় খুলনা সহ সারাদেশ থেকে তিন সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীতার উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের প্রচার ও প্রকশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ।