‘বঙ্গবন্ধু’ বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে সর্বোচ্চ রান মালানের

0
448

খুলনাটাইমস স্পোর্টস : গতকাল রাতে শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের চট্টগ্রাম পর্ব। এ পর্ব শেষে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের খেলোয়াড় ডেভিড মালান। ৬ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩০০ রান করেন তিনি। দ্বিতীয়স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রিলি রুশো। ৫ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৯ রান করেন তিনি। তবে শীর্ষ পাঁচের মধ্যে আছেন মাত্র একজন দেশী খেলোয়াড় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। ৭ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২৩৫ রান নিয়ে পঞ্চমস্থানে রয়েছেন ইমরুল। ‘বঙ্গবন্ধু’ বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের রান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান হাফ-সেঞ্চুরি সেঞ্চুরি
ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) ৬ ৬ ৩০০ ১ ১
রিলি রৌসু (খুলনা টাইগার্স) ৫ ৫ ২৫৯ ৩ ০
চাঁদউইক ওয়ালটন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৭ ৭ ২৪০ ২ ০
জনসন চার্লস (সিলেট থান্ডার) ৬ ৬ ২৩৬ ২ ০
ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৭ ৭ ২৩৫ ২ ০