ফের বিতর্কে স্বস্তিকা

0
370

খুলনাটাইমস বিনোদন: ‘বিতর্ক’ শব্দটি টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির পরম বন্ধু বললেও ভুল হবে না। কারণ তার পুরো ক্যারিয়ারের নানা সময় নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। এর অন্যতম কারণ তিনি স্বভাবে ঠোঁটকাটা প্রকৃতির। কয়েক দিন আগে ভারতের ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে ‘রাম’ বলে কটাক্ষ করেছিলেন স্বস্তিকা। এ নিয়ে সমালোচনা কম হয়নি। আবারো বিজেপিকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়ে বিতর্কে জড়ালেন তিনি। স্বস্তিকা তার ভেরিফায়েড ফেসবুকে লিখেন, ‘আমার নাম স্বস্তিকা মুখার্জি। রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হতো না। আমি এই দেশের নাগরিক, এ দেশ আমার এটাই শেষ কথা। আমি খেটে খাওয়া মানুষ, আরো সহস্র কোটি মানুষের মতই মুখে রক্ত তুলে খেটে খাই। গদিতে বসে ধর্মের নামে মানুষকে পিশাচ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না। প্রতিবাদই একমাত্র পথ।’ এ স্ট্যাটাস প্রকাশের পর তাতে লাইক-কমেন্টস পড়তে শুরু করে। কেউ কেউ তার পক্ষে আওয়াজ তুলেছেন। আবার অনেকে তার বিপক্ষে ক্ষোভ ঝেরেছেন। সায়ান মজুমদার নামে একজন মন্তব্য করেন, ‘আপনাদের বিলাসিতার জীবন থেকে না বাস্তবটা অনেক অনেক আলাদা দিদি! এসি রুমে বসে এরকম সেকুলারিজম আর বড় বড় আওয়াজ দেওয়া যায়। দুদিন ঘর থেকে বেরিয়ে বাইরে কাটান, তখন এই দরদ সহানুভূতি কোথা থেকে যোগান দেখব!’ অনেকে স্বস্তিকার পোশাক নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে জোরালো বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তখন আরেকটি স্ট্যাটাসে স্বস্তিকা মুখার্জি লিখেন, ‘অধিকাংশ মানুষের বক্তব্য আপনি বেশ্যা। অথবা আপনি জামাকাপড় খুলে রোজগার করেন। তাদের বলছি, আমি এই পেশা থেকে উপার্জন করে ১৯ বছর ধরে জীবন যাপন করছি। দুঃখিত ২০ বছর ধরে। আপনি কি মনে করেন পতিতা বললেই তা আমার উপর প্রভাব ফেলে?’ এই স্ট্যাটাস নিয়েও চলছে তর্কবিতর্ক। এসবের মাঝে আরেক স্ট্যাটাসে স্বস্তিকা লিখেন, ‘‘জাত গেল জাত গেল বলে, এ কী আজব কারখানা’Ñমুখ খুললেই জাত যায়। আমারো গেল। ‘আমার খোদা যে হিন্দুর হরি সে’Ñএই শুনে শুনে বাচঁতে শিখেছি। তাই ২০২০ সালেও এটাই মেনে চলব। নতুন পাঠ পড়তে পারব না।’’ টলিউডের সাহসী অভিনেত্রী হিসেবেও স্বস্তিকার নাম রয়েছে। অভিনয় আর রূপের দ্যুতি ছড়িয়ে যতটা দর্শকের নজর কেড়েছেন তার চেয়ে টলিউড সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। ১৯৯৮ সালে প্রমিত সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বস্তিকা। ২০০৩ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। ২০০৭ সালে প্রমিত-স্বস্তিকার বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর টলিউডের একাধিক চিত্রনায়ক ও পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই নায়িকা।