ফের ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী ম্যাক্সওয়েল

0
226

খুলনাটাইমস স্পোর্টস : নিউজিল্যান্ড সফরে আসন্ন টি-২০ সিরিজ দিয়ে আবারও ক্রিকেটে ফেরার আশা করছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডে লড়াই শেষে ২৪ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। গত ফেব্রুয়ারিতে ম্যাক্সওয়েলের কনুইয়ে অস্ত্রোপচার করা হয়। সুস্থ হয়ে মাঠ ফিরতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন ম্যাক্সওয়েল। তাই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ম্যাক্সওয়েল বলেন, ‘আমি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী এবং যদি তা হয় তবে আমি মনে করি, আগামী আইপিএল ও বিশ্বকাপের জন্য খুবই ভালো হবে।’ মানসিক বিপর্যয়ের কারণে গত বছরের অক্টোবর থেকে আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন না ম্যাক্সওয়েল। তবে বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে আবারও সুযোগ পান ম্যাক্সওয়েল। কিন্তু বিগ ব্যাশ চলাকালীন কুনইয়ের ব্যথা বেড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যাননি তিনি। পরে বাধ্য হয়ে অস্ত্রোপচার করেন ম্যাক্সওয়েল। ২০১২ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর এ পর্যন্ত দেশের হয়ে ৭টি টেস্ট, ১১০ ওয়ানডে ও ৬১টি টি-২০ ম্যাচ খেলেন ৩১ বছর বয়সি ম্যাক্সওয়েল।