ডুমুরিয়ায় মাগুরখালীতে নৌকা বাইচ অনুষ্ঠিত 

0
682
ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা টাইমস:
গ্রামবাংলার ঐতিহ্য ডুমুরিয়ার মাগুরখালীর কাত্যায়নী পূজার বিজয়া দশমীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে খর¤্রােতা ঘেংরাইল নদীতে মাগুরখালী ইউনিয়নের চার গ্রামের সমন্বয়ে সার্বজনীন কাত্যায়নী পূজা উদ্যাপন কমিটির আয়োজনের অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় পাঁচটি নৌকা দল অংশ গ্রহন করে । এর মধ্যে সাতক্ষীরার ষষ্টগ্রাম নৌকাদল প্রথম স্থান, পাইকগাছার সোলাদানার রিয়া নৌকাদল দ্বিতীয় স্থান ও তালার পঙ্খিরাজ নৌকাদল তৃতীয় স্থান অধিকার করে। নৌকা বাইচ দেখার জন্য ঘেংরাইল নদীর দু-পাড়ে হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিযোগীতা শেষে আয়োজক কমিটির সভাপতি মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় । শিক্ষক সুনিল কুমার মন্ডল ও সৃকৃতি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ সংরক্ষিত সদস্য  শোভা রাণী হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি চৈতালী রাণী হালদার । অন্যান্যদের মধ্যে অধ্যাপক পংকজ কান্তি মন্ডল, শিক্ষক কৃষ্ণ পদ মন্ডল ,ছাত্রলীগ নেতা শেখ মাসুদ রানা, সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য প্রসাদ কৃষ্ণ মন্ডল, ভবেন্দ্র নাথ বালা , সুনীল মন্ডল, শুভ মন্ডল, আওয়ামীলীগ নেতা চিত্ত রঞ্জন সানা প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দ প্রথম স্থান অধিকারীকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থানকে একটি রঙিন টেলিভিষণ ও তৃতীয় স্থানকে একটি এল ই ডি মনিটর পুরষ্কার বিতরণ করেন।#