ফুটবল খেলাকে সর্বস্তরের জনগণ লুফে নিয়েছে এমপি সালাম মূর্শেদী

0
206

খবর বিজ্ঞপ্তি : খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমান সরকার খেলাধূলাকে ব্যাপক অগ্রাধিকার দিয়ে দেশ থেকে মাদক নিমূলে দৃঢ় প্রত্যয় হাতে নিয়েছেন। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাকে স্থান দিতে হবে। তিনি বলেন ফুটবল একটি জনপ্রিয় ও প্রাচীনতম খেলা বলে এ খেলাকে সর্বস্তরের জনগণ লুফে নিয়েছে। এ কারণে মাদককে নিমূল করতে যুব সমাজকে ফুটবলের দিকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু সমাজ গড়তে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার বিকালে রূপসা উপজেলার মুনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফাইনাল খেলায় খুলনা আবাহনী ক্রীড়াচক্র ১-০ গোলে ইয়ং বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় একমাত্র বিজয়সূচক গোলটি করে বিজয়ী দলের প্রানোতোষ। খেলা পরিচালনা করেন বাসির আহম্মেদ লালু, আজিজুর রহমান বাবলু, আলী আকবর। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের প্রানোতোষ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুষ্মিতা সাহা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক খান ইকবাল হোসেন। এর আগে তিনি কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। সকালে সাংসদ আইচগাতি জেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ, জেকেএস মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন ও বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন। এরপর বেলফুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ, বঙ্গবন্ধু সরকারি কলেজের বার্ষিক সাময়িকীর মোড়ক উন্মোচন করেন। পরে সন্ধ্যায় পানি সম্পদ মন্ত্রীর সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।