ফিল্মফেয়ার অনুষ্ঠান হবে বাংলাদেশে, সঞ্চালনায় শাহরুখ খান

0
349

খুলনাটাইমস বিনোদন: ফিল্মফেয়ার ভারতের সিনেমা জগতে অন্যতম সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ম্যাগাজিন ‘ফিল্মফেয়ার’-এর আয়োজনে এই পুরস্কার দেয়া হচ্ছে। এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকেন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির শিল্পীরা। জানা যায়, সব ঠিক থাকলে এবার বাংলাদেশে প্রথমবারের মত হবে ফিল্মফেয়ার অনুষ্ঠান। একটি বিশ্বস্ত সূত্রে এমনটি জানা গেছে। সূত্রটি নিশ্চিত জানায়, ইতোমধ্যে টাইমস অব ইন্ডিয়ার একটি দল বাংলাদেশে অবস্থান করছে। তারা বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপ করেছে। পরিকল্পনামাফিক আগামি বছরের মার্চেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার পুরস্কারের আসর। বাংলাদেশে অনুষ্ঠিত হলেও ফিল্মফেয়ারের মূল বিচারক ও কলাকুশলীরাই থাকবেন এই আয়োজনে। তারাই বাংলাদেশের সিনেমাগুলোর বিচার-বিবেচনা করবেন। জানা যায়, বাংলাদেশে অনুষ্ঠিতব্য ফিল্মফেয়ার পুরস্কারের সঞ্চালনায় থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ ছাড়া কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানসহ অনেক তারকা অংশ নিবেন। উল্লেখ্য, বলিউড দিয়ে শুরু হলেও ধাপে ধাপে ফিল্মফেয়ার পুরস্কার ভারতের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে। বর্তমানে এই পুরস্কার আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃতি লাভ করছে। ইতোমধ্যে নেপাল ও ব্যাংককে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হচ্ছে।