ফিলিপিন্সের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭

0
295

খুলনাটাইমস বিদেশ : ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে কোটাবাটো প্রদেশের টুলুনান থেকে ২৬ কিলোমিটার উত্তরপূর্বে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, জানিয়েছে ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি এ- সিসমোলজি (ফিভোলক্স)। এরপর থেকে একের পর এক পরাঘাতে মিন্দানাওয়ের বিভিন্ন অংশ কেঁপে ওঠে বলে দুর্যোগ বিভাগের কর্মর্তা ও পুলিশ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি দুই সপ্তাহের মধ্যে মিন্দানাওয়ে হওয়া শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প। এতে ওই এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোটাবাটো প্রদেশে নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশু ও তার ৪৪ বছর বয়সী বাবা রয়েছেন। গড়িয়ে পড়া একটি বিশাল পাথরের আঘাতে তাদের মৃত্যু হয়। অনেক আহতকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে আনতে না পারায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা কর্তৃপক্ষগুলোর। উত্তর কোটাবাটোতে বহু ঘরবাড়ি ও ভবন ধ্বংসের পাশাপাশি কয়েকটি স্কুল ভবনও ধসে পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ বিভাগের কর্মকর্তা আব্রিল এসপাদেরা। ছোট ছোট পরাঘাত চলতে থাকায় শঙ্কিত বাসিন্দারা সারাদিন আতঙ্কে কাটিয়েছেন এবং অনেকে রাতে ঘরে ফিরে না গিয়ে স্কুলের কাছে তাঁবু খাটিয়ে সেখানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, দাভাও দেল সুর প্রদেশের ম্যাগসেসাই শহরে ভূমিধসে নিহত তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করছেন জরুরি বিভাগের কর্মীরা। এখানে দুটি শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুর্তার্তের নিজ শহর জনবহুল দাভাও সিটিসহ নিকটবর্তী প্রদেশ ও শহরগুলোতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ডিজেডএমএম রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় দাভাওয়ের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারগুলো দোল খেয়েছে এবং লোকজন খোলা জায়গায় যেয়ে জড়ো হন, এ সময় আতঙ্কে কয়েকজন মূর্ছিত হয়ে পড়েন। ভূমিকম্পের পর স্কুলগুলোতে ছুটি দিয়ে দেওয়া হয়। ভূমিকম্পের কারণে জেনারেল সান্তোস শহরে বিদ্যুৎ চলে যায় বলে এএনসি নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পটি ৬ দশমিক ৭ মাত্রার বলে জানিয়েছিল। ভূতাত্ত্বিভাবে অতি সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থিত ফিলিপিন্সে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ১৬ অক্টোবর মিন্দানাওয়ে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্পে সাত জন নিহ ও ২০০ জনেরও বেশি লোক আহত হয়েছিল।