ফলোআপ: কুল্যায় এলজিইডি’র সড়কের জব্দকৃত গাছের বড় অংশ উধাও!

0
881

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার কুল্যায় এলজিইডি পিচের কার্পেটিং সড়কের পাশের গাছ অবৈধ ভাবে কর্তনের পর কর্তনকৃত গাছ প্রশাসনের হস্তক্ষেপে জব্দ করা হলেও গাছের একটি বড় অংশ উধাও হয়ে গেছে। মহিষাডাঙ্গা গ্রামের গোবিন্দ বিশ্বাস বাড়ীর জমি ভাগবাটোয়ারা হওয়ায় সে তার প্রতিবেশী পঞ্চরাম মন্ডলের সহযোগিতায় মহিষাডাঙ্গা টু গুনাকরকাটি এলজিইডি পিচের কার্পেটিং সড়কের পাশের একটি বৃহৎ শিশু গাছ কর্তন করেন। যার মূল্য পঁচিশ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন গত মঙ্গলবার তার প্রতিনিধি পাঠিয়ে কর্তনকৃত গাছটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য বিশ্বনাথ সরকারের জিম্মায় রাখেন। গাছটি মেম্বারের জিম্মায় থাকলেও বুধহাটার ব্যবসায়ী রফিকুল ইসলাম রফি ২৫ হাজার টাকায় ক্রয় করে গাছের একটি বড় অংশ সেখান থেকে নিয়ে গেছে। এব্যাপারে মেম্বার বিশ^নাথের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, গাছের কিছু অংশ রফি নিয়ে গেছে বাকী গাছের কয়েট গুড়ি ঘটনাস্থানে রয়েছে। জিম্মায় থাকাকালীন গাছ উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বন বিভাগের সুপারভাইজার মেজবাহ আহমেদ জানান, তিনি গাছগুলো মেম্বারের জিম্মায় দিয়ে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে গাছ ব্যবসায়ী রফি মেম্বারের বাঁধা উপেক্ষা করে গাছের একটি বড় অংশ জোরপূর্বক নিয়ে গেছে।