ফরাসি বাহিনীর অভিযানে মালিতে নিহত ৩৩

0
247

খুলনাটাইমস বিদেশ : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মালিতে গত সপ্তাহে হেলিকপ্টার ভূপাতিত হয়ে ১৩ ফরাসি সেনা নিহত হওয়ার পর ওই অভিযান চালায় ফ্রান্স। শনিবার দেশটির মোপ্তি এলাকায় এ অভিযান চালানো হয়। খবর বিবিসির। ইমানুয়েল ম্যাক্রো সংবাদমাধ্যমকে বলেছেন, শনিবার সকালে ফরাসি ও বুরকান সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছে। এ সময় জঙ্গিদের বন্দিদশা থেকে মালির দুই পুলিশকে উদ্ধার ও সশস্ত্র গোষ্ঠীর একজনকে আটক করা হয়েছে। ফরাসি সেনাবাহিনী জানিয়েছে, মৌরিতানিয়ার সীমান্তে শুক্রবার সারারাত অভিযান চালানো হয়। গত নভেম্বরে মালিতে জঙ্গি সংগঠন আইএস দুটি ফরাসি হেলিকপ্টারে গুলি করে ধ্বংস করে। এতে ১৩ ফরাসি সেনা নিহত হন। ১৯৮০ থেকে সেখানে একদিনে সেনা নিহতের এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। ২০১৩ সাল থেকে এখানে প্রচুরসংখ্যক ফরাসি সেনা মোতায়েন করা হয়। এদিকে আফ্রিকা অঞ্চলে জঙ্গিদের সহিংসতা মোকাবেলায় করণীয় আলোচনা করতে নাইজেরিয়ায় সম্মেলন শুরু করেছেন আঞ্চলিক নেতারা। ওই অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মোহাম্মদ ইবনে চ্যামবাস সম্মেলনে বলেছেন, শুধু সামরিক অভিযানে এসব সহিংসতার অবসান হবে না।