ফকিরহাটে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
326

ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কাটাখালী সুমন মার্কেটের স্বত্তাধিকারী মোঃ ইউনুস আলী সুমন। বুধবার সকাল ১০ টায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাটাখালী সুমন মার্কেটের স্বত্তাধিকারী মোঃ ইউনুস আলী সুমন বলেন,গত ১৬ই মার্চ-২০২০ উপজেলার শ্যামবাগাত গ্রামের মোঃ ওমর আলীর পুত্র মোঃ আরিফ বিল্লাহ আমার নামে ফকিরহাট মডেল থানায় একটি মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের করেন। যাহার বিবরনীতে বলা হয়েছে,আমি আরিফ বিল্লাহর ছোট ভাই রবিউল ইসলামকে মাথায় কোপ দিয়েছি যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট,আরো বলা হয়েছে আমি তাদের দোকান ঘর ভাংচুর করেছি এবং তাদেরকে আঘাত প্রাপ্ত করে রক্তাক্ত করেছি এবং তাদের মামাতো ভাই আবুল মল্লিককে জোর পূর্বক টানা হেচড়া করিয়া বিল্ডং এর ভিতর নিয়ে যায় যাহা সম্পূর্ণরুপে মিথ্যা ও বানোয়াট। আমি এমন কোন কর্মকান্ডের সহিত জড়িত নই। তাছাড়া উক্ত কাটাখালী সুমন মার্কেট একটি জনবহুল এলাকা, উক্ত স্থানে এমন কোন ঘটনা স্থানীয় কেহই দেখেনি। তারা আমাকে মিথ্যা ভাবে মামলা ও হয়রানী করার পায়তারা চালিয়ে যাচ্ছে। আরিফ বিল্লাহ গং একের পর এক নানা ভাবে আমাকে হয়রানি করে যাচ্ছে, এমনকি গত ১৭ই মার্চ বাদীর আপন ভাই মাদক সম্রাট মোঃ মহিবুল্লাহ হাতানাতে ইয়াবা সহ র‌্যাবের হাতে আটক হয়। ইতিপূর্বেও এই পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীকে মিথ্যা হয়রানি করার একাধিক অভিযোগ এসেছে।
আমি মোঃ ইউনুস আলী সুমন হয়রানী মূলক মিথ্যা মামলায় উল্লেখিত বিবরনীর কোন কর্মকান্ডের সাথে জড়িত নই এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এব্যাপারে টাউন নওয়াপাড়া ওয়াডেরর্ ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেন,এধরণের মারামারি কোন ঘটনা সম্পর্কে আমাকে কেউ জানায়নি, আর আমি কোথাও থেকে শুনিওনাই। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়ারুল আনাম জানান, মামলার বিষয়টি তদন্তধীন আছে, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।