ফকিরহাটে বেইলি ব্রিজটি শিক্ষার্থীদের চলাচলের জন্য ঝুর্কিপূর্ন হয়ে পড়েছে

0
320

মোঃ খবির হোসেন, ফকিরহাট:
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারনে দীর্ঘকাল যাবৎ অবহেলিত রয়েছে ফকিরহাট-মূলঘর সেতুটি। বর্তমানে এটি বিপদজনক মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। হাজার হাজার জনসাধারনের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম সেতুটি দীর্ঘসময় ধরে জনসাধারনের দাবী অনুযায়ী নতুন করে অথবা সংস্কারের ব্যাপারে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভৈরব নদীর উপর নির্মিত ফকিরহাট সদর ও মুলঘর সংযোগ রক্ষাকারী সেতু এটি। সেতুটি বর্তমানে এমন নাজুক অবস্থা বিরাজ করছে তাতে করে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এদিকে জেএসসি পরীক্ষা আসন্ন।পরীক্ষর্থীদের অত্যন্ত ঝুকির মধ্য দিয়ে যাতায়াত করতে হবে বলে সচেতন মহল মনে করেন। দেখা গেছে, সেতুর অধিকাংশ স্থানে মরিচা ধরেছে। স্টিলের পাত অনেক স্থানে ভেংগে ও ফেটে গেছে। ফ্রেমটাও সঠিক নেই। স্থানীয়রা জানান, প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে চলাচল করছে ভারী যানবাহন সহ হাজার হাজার পথচারী ও কোমলমতি শিক্ষার্থীরা। সেই সাথে এই সেতুর উপর দিয়ে ১০/১৫ টন ওজনের মালামাল নিয়ে অবাধে চলাচল করছে নসিমন সহ অন্যান্য যানবাহন। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অষ্টম ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এতে করে এই সেতুর উপর দিয়েই কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত করতে হবে বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের। ভুক্তভোগী জনসাধারন অবিলম্বে সেতুটি আরসিসি ঢালাই ব্রীজ করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।