ফুলবাড়ীগেটে আড়াই টন পলিথিন জব্দ ও জরিমানা

0
508

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি : নগরীর ফুলবাড়ীগেট বাজারে অভিযান চালিয়ে আড়াই টন নিশিদ্ধ পলিথিন জব্দ এছাড়া বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগ পাওয়ায় জরিমানা করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ফুলবাড়ীগেট বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় বাজারের মুদি দোকানদার মনিরের গোডাউন থেকে আড়াই টন নিশিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অবৈধ ভাবে পলিথিন রাখায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। লোকমান হোসেনের দোকানে অভিযান চালিয়ে পলিথিন পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলায় দ্রত বাজারের অন্য দোকান পাট বন্ধ করে ফেলে। অভিযানে অংশ নেয় খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োকাষ্ট নরেশ চন্দ্র বিশ^াস, পরিদর্শক মোঃ আঃ হান্নান, খানজাহান আলী থানার এস আই আঃ হক। এ সময় ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।