ইসরায়েল-ফিলিস্তিনে যুদ্ধবিরতি

0
142

টাইমস বিদেশ: টানা ১১ দিন রক্ষক্ষয়ী হামলার পর অবশেষে যুদ্ধ বিরতিতে এলো গাজা ও ইসায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাত ২টা থেকে এ যুদ্ধ বিরতি কার্যকর শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এরআগে মিসরের প্রস্তাব নিয়ে ইসরায়েলের মন্ত্রীসভার বৈঠক হয়। বৈঠক শেষে ইসরায়েলি মন্ত্রিসভা মিসরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত। এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছে হামাস। বৃহস্পতিবার রাতে হামাসের সমর্থকরা গাড়ির হর্ণ বাজিয়ে আনন্দ উল্লাস করে। তবে হামাস নেতারা বলেছেন, ঘোষণা এলেও যুদ্ধবিরতি চুক্তির খুটিনাটি চ‚ড়ান্ত না হওয়া অবধি তারা সতর্ক অবস্থায় থাকবেন। টানা ১১ দিনের যুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২৩২ ফিলিস্তিনি ও হামাসের রকেট হামলায় নিহত হয়েছে ১২ ইসরায়েলি।