প্রায় দু’দিন পর ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

0
168

খুলনাটাইমস: ময়মনসিংহের কেওয়াটখালিতে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার প্রায় ৪০ ঘণ্টা পর বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার দুপুরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ময়মনসিংহ উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পুড়ে যাওয়া পাওয়ার গ্রিড ‘টি ওয়ান’ ট্রান্সফরমারটি সচল করা হয়। এরপর থেকেই ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। মাসুদুল হক জানান, ময়মনসিংহের পিজিসিবির কর্মীরা ও এনার্জিপ্যাকের বিশেষজ্ঞ টিমের সদস্যরা এ কাজে সহায়তা করেছেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে কেওয়াটখালিতে গ্রিড উপকেন্দ্রের ‘মার্শেলিং বোর্ড ওভারহিটেড’ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেদিনের অগ্নিকাÐে গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার, ৩৩ কেভি সার্কিট ব্রেকার, কারেন্ট ট্রান্সফরমার-সিটি, আইসোলেটর, কন্ট্রোল সার্কিট সিস্টেমসহ প্যানেল বোর্ড পুড়ে যায়। দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আবারও কেওয়াটখালি পিজিসিবির ‘টি ওয়ান’ পাওয়ার ট্রান্সফরমারে আগুন লেগে সিটি, সার্কিট ব্রেকার ও ক্যাবল পুড়ে যায়। এরপর থেকে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অগ্নিকাÐের কারণে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ।