প্রস্তুতি চলছে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের

0
210

খুলনাটাইমস বিনোদন: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় নির্মাণ করছে তার জীবন-নির্ভর চলচ্চিত্র। এটি পরিচালনা করবেন বলিউডের ‘মাস্টার’ খ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির সেট নির্মাণের কাজ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) জুড়ে এর সেট তৈরির কাজ চলছে। প্রায় প্রত্যেকটি শুটিং ফ্লোর, এফডিসির রাস্তাসহ সব জায়গা ঘষামাজা করে সেট তৈরি করা হচ্ছে। জহির রায়হান কালার ল্যাবের পাশে তৈরি হচ্ছে রাস্তা। এই রাস্তায় একটি জিপ গাড়ির সামনে আরিফিন শুভর একটি ছবি সাঁটানো রয়েছে। তাতে ফুলেরমালা পরানো। শোনা যাচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। এফডিসি ছাড়াও কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এর দৃশ্যধারণ করা হবে বলে জানা যায়। কিছুদিন আগে পরিচালক শ্যাম বেনেগাল লোকেশন দেখার জন্য কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে গিয়েছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। তারা বঙ্গবন্ধু ফিল্ম সিটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন সিনেমাটির মহরত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে বলে জানা গেছে।