প্রবাসী স্ত্রী আর ঘরোয়া স্বামীর গল্প!

0
198

টাইমস বিনোদন:
গল্পটা নিখাদ একটি গ্রামের। যে গ্রামের মেয়েরা বিদেশে চাকরি করে, স্বামীরা তাদের টাকায় চলে, দাম্ভিকতা দেখায় এবং সংসারের কাজ করে। এমন মজার গল্প নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’। বরজাহান হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। ধারাবাহিকটি ৭ নভেম্বর থেকে প্রচার শুরু হচ্ছে বাংলাভিশনে। সপ্তাহে প্রতি শনি ও রোববার রাত ৯টা ৪৫মিনিটে এটি দেখানো হবে। নাটকটি প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘এর গল্পটি চমৎকার। প্রত্যন্ত অঞ্চলের গ্রাম উজানপুরের মেয়েরা বিদেশে চাকরি করে, স্বামীরা তাদের টাকায় দাম্ভিকতা দেখায় এবং সংসারের কাজ করে। যা মূলত আমাদের সমাজের উল্টো ঘটনা। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ ‘ফরেন ভিলেজ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, অরুণা বিশ্বাস, আলভী, ঊর্মিলা শ্রাবন্তী কর, দিলারা জামান, আরফান আহমেদ, সাজু খাদেম, ডা. এজাজ, জামিল হোসাইন, প্রাণ রায়, এ্যানি খান, মাহমুদুল ইসলাম মিঠু, অলিউল হক রুমী, পূর্ণিমা বৃষ্টি, ফারজানা রিক্তা, আইরিন আফরোজ, আব্দুল্লাহ রানা, হান্নান শেলী, দিশা মনি, পাভেল, হিমে হাফিজ প্রমুখ।