প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করছেন : কেসিসি মেয়র

0
225

খবর বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনোযোগী হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আহবান জানিয়ে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করছেন উল্লেখ করে তিনি বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আওয়ামীলীগ সরকার দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করছে ইতোপূর্বে কোন সরকারই তা করতে পারেনি। সিটি মেয়র শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাঙ্গন ও নিজ বাড়ির আঙ্গিনাসহ সর্বত্র পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখার আহবান জানান।
সিটি মেয়র বুধবার সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল আয়োজিত পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উল্লেখ্য, নবনির্মিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে চলতি ২০২০ সন থেকে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রমের সাথে সাথে ধর্মীয় ও প্রযুক্তিগত শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদেরকে ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে দেশ ও জনসেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মুন্সী আব্দুল ওয়াদুদ, মো: মনিরুজ্জামান ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র সচিব মো: আজুমল হক। অন্যান্যের মধ্যে কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বাজার সুপার মো: সেলিমুর রহমানসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন। অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর লূৎফুন নেছা লুৎফা। অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য প্রভাষক মোঃ আশিকুজ্জামান শেখ, সহকারী অধ্যাপক এম এ গনি ও চিশতী মুজতাবীসহ শিক্ষক ও অবিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত ইসলামাবদ কলেজিয়েট স্কুল, খালিশপুরস্থ দারুল কুরআন দাখিল মাদরাসা, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন। অনুষ্ঠানসমূহে কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর আশফাকুর রহমান কাকন ও আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ জামাল হুসাইন খান, খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, বীর মুক্তিযাদ্ধা গাজী একরামুল হক, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল পরিচালনা পর্ষদের সদস্য এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ লুৎফর রহমান, সমাজসেবক মো: শিহাব উদ্দিনসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।