প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছেন -সিটি মেয়র

0
308

তথ্যবিবরণী : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) দুপুরে খুলনার দৌলতপুর দেয়ানা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় সততার সাথে কাজ করে যাচ্ছেন। সরকার শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। করোনাভাইরাস সংক্রমণরোধে শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করা সকলের দায়িত্ব। এই দুর্যোগ মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন কবু মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রউফ মোড়ল, শেখ দাউদ হায়দার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সকালে সিটি মেয়র নগরীর চানমারী বাজারে আব্দুল বারিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে তিনশত কর্মহীন, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ ও পেঁয়াজ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সুলতান হোসেন খান, আব্দুল বারিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মেয়র ১৮ নম্বর ওয়ার্ডের দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় পাঁচশত ৭১ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ ও পেঁয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।