প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে খুলনায় পাটকল শ্রমিকদের র‌্যালি

0
432

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মজুরী কমিশন মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোমবার সকালে খালিশপুরে আনন্দ র‌্যালি বের করে রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিকরা। সকাল ১০টায় ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিল গেটে সমবেত হয় শ্রমিকরা। পরে পাটকল শ্রমিকলীগের ২ মিলের কারখানা শাখার উদ্যোগে আনন্দ র‌্যালিতে যোাগ দেয়। র‌্যালিটি স্ব-স্ব মিল থেকে বের হয়ে খালিশপুর বিআইডিসি রোড প্রদক্ষিণ করে। পরে ক্রিসেন্ট ও প্লাটিনাম গেট পৃথক সমাবেশের মাধ্যমে র‌্যালিটি শেষ হয়।
ক্রিসেন্টের সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ’র সভাপতি মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পপাদক হেমায়েত উদ্দীন আজাদী, সহ-সভাপতি আঃ রশিদ মোল্যা, সহ-সাধারণ সম্পাদক এস এম আজম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ সোহরাব হোসেন হাওলাদার।
প্লাটিনাম মিলের সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম আকন, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ সাহেব আলী, মোঃ শের আলী, ওমর আলী। অন্যদিকে ষ্টার জুট মিলেও শ্রমিকরা অনুরূপ কর্মসূচী পালন করেছে। শ্রমিক নেতা গাজী জিয়াউর রহমান, মোঃ মাহমুুদ এ সময় উপস্থিত ছিলেন।