প্রথম হজ ফ্লাইট ৪ জুলাই, ফিরতি ১৭ আগস্ট

0
377

খুলনা টাইমস ডেস্ক: আগামী ৪ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট। এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানান।
বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের ফ্লাইটে তীব্র আসন সংকট ও দ্বিগুণ ভাড়া বৃদ্ধিতে উদ্ভূত জটিলতা নিরসন কল্পে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আসন্ন হজে সৌদি আরবে বাড়ি ভাড়া ও হজ ফ্লাইট নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে কি না জানতে চাইলে হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, গত ২১ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের এক চিঠিতে ১৫ রমজানের মধ্যে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশনা দয়ো হয়। হাব আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল ঘুরে ফিরে এয়ারলাইন্সের টিকিট সংকট প্রসঙ্গ আসে। হাব সভাপতি উদ্ভূত পরিস্থিতিতে টিকিট সংকট সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।