প্রত্যাপনগরে বাল্যবিবাহ ইভটিজিং নারী নির্যাতন মানবপাচার রোধে প্রচারণা সভা

0
256

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার প্রতিরোধে জন সচেতনতা মূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রতাপনগর ইউনিয়নের ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়) চত্বরে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনাইটেড একাডেমীর প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, শিক্ষার্থী আল আমিন, শ্রাবন বায়জীদ ও নুরুন্নাহার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সচিব, শিক্ষক, ইমাম, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।