প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

0
31

নিজস্ব প্রতিবেদক
কেএমপি’র পুলিশ কমিশনারের সাথে COME FOR UNPRIVILEGED CHILD (CUC) এর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন। রবিবার (৩১ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে কেএমপি’র সদর দপ্তরস্থ কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম—সেবা সাথে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন COME FOR UNPRIVILEGED CHILD (CUC) এর প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময়ে কমিশনার বলেন, আমাদের দেশে বঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য দিকে খেয়াল রাখা উচিত। কোন ব্যক্তি বা সংগঠন না প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি শিশু শ্রম বন্ধ বিষয়েও উল্লেখ করেন। অবহেলা করে কোন শিশুকে বঞ্চিত করা যাবে না। সকল শিশু সুশিক্ষায় শিক্ষিত হওয়া জরুরী তানা হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা কঠিন হয়ে যাবে।
সৌজন্য সাক্ষাৎকালে কেএমপি’র পুলিশ কমিশনারকে COME FOR UNPRIVILEGED CHILD (CUC) সংগঠন এর পক্ষ থেকে প্রতিনিধিবৃন্দ অলমেট উপহার দেন। এ সময় COME FOR UNPRIVILEGED CHILD (CUC) সংগঠন এর প্রেসিডেন্ট মোঃ শাহীন হোসাইন; সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী; সদস্য মোঃ মুজাহিদ হোসেন মিরাজ এবং কারিমা আকতার উপস্থিত ছিলেন।