প্রকল্প বাস্তবায়নে দূর্নীতির খবর প্রকাশে তালায় ঈদগাহ’র মাটি ভরাট প্রকল্পের সমুদয় অর্থ ফেরৎ দিলেন খলিলনগর ইউপি চেয়ারম্যান

0
341

তালা প্রতিনিধি:
সাতক্ষীরা তালায় জালিয়াত করে প্রকল্পের উত্তোলনকৃত সমুদয় টাকা ফেরৎ দিলেন তালা খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু। ইউনিয়নের গঙ্গারামপুর ঈদগাহের মাঠ ভরাট প্রকল্পের ৬৯,৬৬৮ টাকার দূর্নীতি অনিয়মের খবর দৈনিক খুলনা টাইমস সহ স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ পেলে সোমবার (৮জুলাই) বেলা সাড়ে ১২টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রকল্পের সমুদয় টাকা ফেরৎ দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিবারনে প্রকাশ গত অর্থ বছরে তালা উপজেলার গঙ্গারামপুর ঈদগাহ’র মাটি ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় ৬৯,৬৬৮ টাকা বরাদ্ধ পায়। প্রকল্প কমিটির সভাপতি দেখানো হয় স্থানীয় ইউপি সদস্য ঝরণা বেগমকে। তিনি নিজেও জানেননা প্রকল্পের খবর বলেও ঝরণা বেগমের সাক্ষাৎকার প্রকাশিত হয় পত্রিকায়। ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু ইউপি সদস্য ঝরণা বেগমের স্বাক্ষর জালিয়াতি করে প্রকল্প কমিটি জমা দেন ও ঈদগাহের মাঠ ভরাট না করে সমুদয় টাকা উত্তোলন করেন।বিষয়টি এলাকাবাসীর মধ্যে প্রকাশ হলে তা দৈনিক খুলনা টাইমস সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।এর ফলে নড়েচড়ে বসে প্রশাসন। যার প্রেক্ষিতে ৮ জুলাই ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান প্রকল্প সভাপতি ঝর্ণা বেগম ও সেক্রেটারী অপর ইউপি সদস্য প্রকাশ দালালকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের কক্ষে নিয়ে প্রকল্প কমিটি ফরম,বিল ফরম ও রেজিষ্ট্রেশন খাতায় স্বাক্ষর করিয়ে নেন। এসময় ইউপি সদস্যদ্বয় বলেন,এরআগে তারা এ প্রকল্প নিয়ে কোথাও কোন স্বাক্ষর করেননি। পরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেও তার উপস্থিতিতে প্রকল্পের উত্তোলনকৃত সমুদয় টাকা প্রকল্পের সভাপতি ঝরর্ণা বেগমের নিকট ফেরৎ দেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু। সর্বশেষ এলাকাবাসী চেয়ারম্যানের জালিয়াতির ঘটনা সুষ্ঠু তদন্তপূর্বক জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।