পেঁয়াজের কেজি ২৫০, শাকসবজির দামও ঊর্ধ্বমুখী

0
363

খুলনাটাইমস: ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ায় গত কয়েক মাস ধরে বাংলাদেশের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে গত কয়েকদিনে দাম বাড়ার বিষয়টি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। আর গত চার দিনে পেঁয়াজের দাম বেড়েছে ৮০-১০০টাকা। পাশাপাশি অন্যান্য শাক-সবজির বাজারেও ঊর্ধ্বমুখী ভাব দেখা গেছে। গতকাল শুক্রবার নগরীর খিলগাঁও রেলগেট সিটি করপোরেশনের কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, প্রতিকেজি পেঁয়াজ ২৫০-২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ওই মার্কেটের বিক্রিতা জামাল উদ্দিন বলেন, ২৪০ টাকায় প্রতিকেজি পেঁয়াজ কারওয়ান বাজার থেকে কিনে এনেছি। এরপর ভ্যানভাড়া, দোকান ও কর্মচারী খরচ রয়েছে। এসবের পর কত টাকা বিক্রি করলে লাভ থাকে, বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি। অন্যদিকে কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০০ টাকা দরে। সে হিসেবে প্রতি কেজি পেঁয়াজের দাম দাঁড়ায় ২৪০ টাকা। এই পেঁয়াজ খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে ২৫০টাকা থেকে ২৬০ টাকায়। দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, বুধবার পেঁয়াজের দাম ছিল ১৪০-১৫০ টাকা। সেখান থেকে পরের দিন এক লাফে বেড়ে যায় ১৭০-১৮০ টাকা। গত বৃহস্পতিবার সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০-২১০ টাকায়। গতকাল শুক্রবার তা বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকা দরে। শনিবার (১৬ নভেম্বর) পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। এর আগে কখনো দেশের বাজারে এত দামে পেঁয়াজ বিক্রি হয়নি। কারওয়ান বাজারের ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, পেঁয়াজ কম। আমদানি নেই। প্রতি পাল্লা (৫ কেজি) ১২০০ টাকা বিক্রি করছি। এর কমে বিক্রি করা যাচ্ছে না। একই অবস্থা দেখা গেছে মালিবাগ কাঁচা বাজারেও। সেখানেও একই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই মার্কেটের খুচরা বিক্রেতা আমির হোসেন বলেন, তিন দিন আগে পেঁয়াজের যে দাম ছিল আজ তার থেকে কমপক্ষে ১০০টাকা বেড়েছে। এখন ২৬০ টাকা বিক্রি করছি। ২৫০ টাকায় বিক্রি করলে আমাদের পোষাবে না। এদিকে সবজির বাজারেও চড়াভাব লক্ষ্য করা গেছে। খিলগাঁও কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি সিম বিক্রি হচ্ছে ৭০ টাকা, টমেটো ১০০-১১০ টাকা, বেগুন ৭০ টাকা, গাজর ১০০ টাকায়। এ ছাড়া ঝিঙ্গা ৬০-৭০ টাকা ও নতুন আলু ১০০ টাকা, পাতাকপি প্রতি পিস ৪০ টাকা, মুলা ৪০-৪৫ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা ও কাঁচা মরিচ ২০০ গ্রাম ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এসবের মধ্যে শশার দাম অন্যদিনের তুলনায় ছিল অনেক বেশি। প্রতিকেজি শশা বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকায়।