কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত, সন্ত্রাসীর গলাকাটা লাশ উদ্ধার

0
309

খুলনাটাইমস: কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে; যাকে মাদক পাচারকারী বলছে বিজিবি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র-ইয়াবা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ছুরি খালে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল হাসান খান। নিহত নূর কবির (২৮) মিয়ানমারের রাখাইন রাজ্যের মোহাম্মদ মোতালেবের ছেলে। ঘটনার বর্নণায় বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, ঘটনাস্থলে বিজিবির একটি টহলদলকে লক্ষ্য করে ৩/৪ জন মাদক পাচারকারি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিজিবির ২ সদস্য আহত এবং ঘটনাস্থলে তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও দুটি গুলি পাওয়া যায় বলে ফয়সল জানান।
গলাকাটা লাশ উদ্ধার: কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নূর জোহাকে (২৫) গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লি সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নূর জোহা ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা ওই এলাকার ব্রিজের নিচে নূর জোহার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশ উদ্ধার করে। পরে থানার রেকর্ড অনুযায়ী হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি নূর জোহারকে শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে তাকে হত্যার পর ব্রিজের ওপর থেকে লাশ ফেলে দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা তদন্ত করছে। তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে। মো. খাইরুজ্জামান বলেন, নূর জোহার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।