পূর্ব মোহাম্মদনগর থেকে ময়ূর নদীতে সাঁকো সংস্কারের দাবী এলাকাবাসীর

0
170

নিজস্ব প্রতিবেদক:
পূর্ব মোহাম্মদনগর থেকে দরগাহ পাড়া রোডে নির্বিঘেœ যাতায়াতের লক্ষে স্থানীয়দের সমন্বয়ে গঠিত কমিটির আহবায়ক এস এম মেজবাহ্ উদ্দিন এলাকাবাসীদের নিয়ে যাতায়াতের একমাত্র সাঁকোটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেন। শুক্রবার বেলা ১১টায় স্থানীয়দের সহায়তায় এ সাঁকোটি সংস্কার করা হয়। এ কাজে এলাকায় বসবাসকারী নারী পুরুষ যৌথভাবে অংশগ্রহন করেন। এসময় সাঁকো সংস্কারে উপস্থিত ছিলেন, মোঃ রাজু সরদার, মুফতি আরিফ বিল্লাহ্, রাজ্জাক সানা, ইলিয়াস, দেলোয়ার, সাজ্জাদ সানা, হেমায়েত, মাসুম, মোহাম্মদ আলী, নয়ন, সালাম প্রমুখ।
এসময় আহবায়ক বলেন, আমাদের বিভিন্ন কাজের জন্য বাহিরে যেতে হলে এই সাঁকোটি ব্যবহার করতে হয়। কিন্তু দীর্ঘদিন সাঁকোটি চলার অনুপযোগি হয়ে পরায় প্রায়ই ঘটছে নানারকম দুর্ঘটনা। শিশুদের স্কুলে যাতায়াত, বৃদ্ধদের হাটবাজারসহ সকল বয়সীদের এ সাঁকো দিয়ে চলাচল করতে হয়। সাঁকোটি নরবরে হওয়ার কারণে এবং বেশ বড় হওয়ায় প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাছাড়া পুননির্মাণ করাও বেশ ব্যয়বহুল। তাই মোটামোটি চলাচলের জন্য এই সংস্কার। সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে যাতে দ্রুত এই খালের উপর স্থায়ীভাবে সাঁকো নির্মাণ করা হয় এলাকাবাসী তার জোড় দাবী জানান। এটা তাদের প্রাণের দাবী।