পুলিশের নারী সদস্যের সন্তানদের মেধাবৃত্তি প্রদান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেএমপি’র যোগদান

0
117

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পালন উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ পুলিশে কর্মরত নারী সদস্যের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টায় ডিএমপি তেজগাঁও অফিসার্স কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করেন খুলনা মহানগর পুলিশের নারী সদস্যরা।

পুলিশের নারী সদস্যের সন্তানদের মেধাবৃত্তি প্রদান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেএমপি’র যোগদান

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার ডিআইজি আমেনা বেগম, বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কেএমপি’র সদর দপ্তর সম্মেলন কক্ষ হতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন এবং বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা-সহ নারী পুলিশ কর্মকর্তাবৃন্দ যোগদান করেন।