পুলিশে’র উর্ধ্বতন কর্মকর্তাসহ অতিথিবৃন্দের কেএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ

0
109

নিজস্ব প্রতিবেদক
শনিবার (১৭ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৮টায় নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নীতে অবস্থিত পুলিশ অফিসার্স মেসে পিটিসি খুলনার কমান্ড্যান্ট নিশারুল আরিফ; রেঞ্জ খুলনা ডিআইজি জনাব মইনুল হক বিপিএম (বার), পিপিএম; ১৮ তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা রেলওয়ে পুলিশের ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার); পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র; পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (ডেভেলপমেন্ট) মোঃ রুহুল আমিন, বিপিএম; আরআরএফ খুলনার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদার; পিটিসি খুলনার অতিরিক্ত ডিআইজি (ডেপুটি কমান্ড্যান্ট) হাবিবুর রহমান খাঁন; ৩য় এপিবিএন, খুলনার কমান্ড্যান্ট জনাব মাসুদ করিম-সহ আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ, সরোয়ার হামিদ জেবু, সুরজিৎ চক্রবর্তী, আরাফাতুর রহমান আপেল, চেন্নাই থেকে আগত যীশু রাজা, ফাদার এন্টনিও, সিস্টার পাওলিন, সিস্টার রেনু, সাংবাদিক নিখিল ভদ্র এবং সানজিদুল ইসলাম উপস্থিত হলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা আগত সম্মানিত অতিথিবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সম্মানিত অতিথিবৃন্দ পরস্পরের মধ্যে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন। আমন্ত্রিত অতিথিগণ একটি অসাম্প্রদায়িক, সমৃদ্ধশালী, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম এবং এসপি রেলওয়ে, খুলনা মোহাম্মদ রবিউল ইসলাম।