পিপিএম-সেবা ও আইজি’জ ব্যাজ প্রাপ্ত কর্মকর্তাদের কেএমপি কমিশনারের শুভেচ্ছা

0
124
পিপিএম-সেবা ও আইজি'জ ব্যাজ প্রাপ্ত কর্মকর্তাদের কেএমপি কমিশনারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা কর্তৃক পিপিএম-সেবা ও আইজি’জ ব্যাজ প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার ২০২০ ও ২০২১ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের তিন পুলিশ কর্মকর্তার পিপিএম-সেবা ও তিন পুলিশ কর্মকর্তার আইজি’জ ব্যাজ পদকে ভূষিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ, সাহসীকতা, বীরত্বপূর্ণ, কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে প্রশংসনীয় ভূমিকা পালন এবং চাঞ্চল্যকর মামলাসমূহের রহস্য উদঘাটনের স্বীকৃতি স্বরূপ কেএমপি’র বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম; অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন এবং খুলনা থানার এসআই(নি:) মোহাম্মদ আবু সাঈদ “পিপিএম-সেবা” পদকে ভূষিত হয়েছেন।
অপরাপর, বাংলাদেশ পুলিশে কর্তব্যনিষ্ঠা, মানবিকতা, চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি ও গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক আন্দোলন শান্তিপূর্ণভাবে মোকাবিলা, ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার পূর্বক রহস্য উদঘাটন, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন “জে.এম.বি” দলের সদস্য গ্রেফতার, সাহসীকতা, সেবামূলক কাজ করার জন্য কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) সমীর কুমার সরকার এবং সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নি:) রহিত কুমার সরকার “Police Force Exemplary Good Service badge” পদকে ভূষিত হয়েছেন।
এ-সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার; সহকারী পুলিশ কমিশনার; অফিসার ইনচার্জবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।