পারুলিয়ায় ২ হোটেল ব্যবসায়ীকে ইউএনও‘র ভ্রাম্যমান আদালতে জরিমানা

0
144

আব্দুর রব লিটু : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অতি নিন্মমানের ও বারবার ব্যবহৃত পোড়া কালো রংয়ের ভোজ্য তেল (পাম অয়েল) দিয়ে খাবার রান্না এবং মিষ্টি (জিলাপি) তৈরীতে নিষিদ্ধ রং মেশানোর অপরাধে পারুলিয়ার আল্লাহরদান রেস্টুরেন্ট ও ভোলা বিশ্বাসের সততা হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অতি নিন্মমানের ও বারবার ব্যবহৃত পোড়া কালো রংয়ের ভোজ্য তেল (পাম অয়েল) দিয়ে খাবার রান্নার অপরাধে পারুলিয়া ব্রীজ অভিমুখের আল্লাহরদান হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা এবং মিষ্টি (জিলাপি) তৈরীতে নিষিদ্ধ রং মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও অতি নিন্মমানের বারবার ব্যবহৃত পোড়া কালো রংয়ের ভোজ্য তেল (পাম অয়েল) দিয়ে খাবার রান্নার অপরাধে পুরাতন বাসস্ট্যান্ডের দক্ষিন পার্শ্বস্থ ভোলা বিশ্বাসের সততা হোটেল ও রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি সড়কে মাটিবাহী ডাম্পার চলাচলের কারনে দুই চালককে ২ হাজার টাকা এবং সিগারেটের বিজ্ঞাপন টাঙিয়ে রাখার অপরাধে আরোও এক মুদি দোকানীকে একশত টাকা জরিমানা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অভিযানকালে পারুলিয়াস্থ সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, ফোঁটা ড্রিংকিং ওয়াটারসহ বেশ কয়েকটি মিষ্টির দোকান, হোটেল, ফার্মেসী ও খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গাঁ ঢাকা দেয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, স্যানিটারী ইন্সপেক্টর অমল রায়, দেবহাটা থানার এএসআই সুজিত বিশ্বাস, বেঞ্চ সহকারী প্রদীপ রায় উপস্থিত ছিলেন।