পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের পা বিচ্ছিন্ন

0
177

টাইমস ডেস্ক:
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে কুষ্টিয়া পাবনা মহাসড়কে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালক নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া উপজেলার রাজাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আজিবুল সরদারের ছেলে ও জিয়া একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে। পাকশি হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম উদ্দিন জিহাদ জানান, সকালে মাল বোঝাই একটি ট্রাক পাবনার দাশুড়িয়া থেকে নাটোরে যাচ্ছিলো। মুলাডুলি থেকে আসা ট্রাকটি মোটরসাইকেলের দুই আরোহীকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ট্রাক চালক কৌশলে পালিয়ে যান। আহত আশিকের মামা শিবলি হাসান পিন্টু জানান, সকালে প্রতিবেশী জিয়াকে সঙ্গে করে মোটরসাইকেলে দাশুড়িয়া বাজারে যাচ্ছিলো গরুর গোশত কিনতে। পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই শরীর থেকে ডান পা বিছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।