পাটশিল্পকে নিশ্চিতভাবে লাভজনক করা সম্ভব : নাগরিক সংলাপে বক্তারা

0
236

খবর বিজ্ঞপ্তি: শুক্রবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ‘পাটকল উন্নয়ন ও শ্রমিক অসন্তোষ’ শীর্ষক এক নাগরিক সংলাপ সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা’র উদ্যোগে অনুষ্ঠিত হয়। সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑখুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, টিইউসি জেলা সভাপতি ও সিপিবি’র মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি’র মহানগর সাধারণ সম্পাদক ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, ওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক মোঃ ফারুখ-উল-ইসলাম, নারী নেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা, সাংবাদিক মোতাহার রহমান বাবু, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা আরিফুজ্জামান মণ্টু, নিসচার কেন্দ্রীয় সদস্য এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাবেক সিবিএ নেতা এম এ কাশেম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কামটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, টিইউসি’র জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, বাসদ নেত্রী কোহিনুর আক্তার কণা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বেনজির আহমেদ জুয়েল, খুলনা অর্থনীতি সমিতির শেখ মোহাম্মদ সেলিম, কবি সৈয়দ আলী হাকিম, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা, আইআরভি’র কাজী খালিদ জাবেদ, এড. মোঃ মনিরুজ্জামান মুরাদ, আব্দুষ সালাম শিমুল, কবি নূরুন্নাহার হীরা, সাইদুর রহমান পিণ্টু প্রমুখ।