পাটকল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবীতে রাজপথ অবরোধের লক্ষে খালিশপুরে গণসংযোগ

0
217

খবর বিজ্ঞপ্তি:
আগামী ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত খালিশপুর নতুন রাস্তার মোড়ে রাজপথ অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে ১৩ ও ১৪ অক্টোবর বিকেল ৫টায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, প্লাটিনাম জুট মিল, দৌলতপুর জুট মিল, চিত্রালী, লিবার্টি এলাকায় গণসংযোগ, প্রচারপত্র বিলি ও পথসভা অনুষ্ঠিত হয়। গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেনÑপরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, গণসংহতি আন্দোলন, খালিশপুর থানা আহ্বায়ক আলমগীর হোসেন লিটু, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা নূরুল ইসলাম, রুস্তম আলী মোল্লা, মর্জিনা খাতুন, মনির হোসেন, উজ্জ্বল বিশ্বাস, শামসুজ্জোহা ডিয়ার, আবুল হাসেম, মোঃ রমজান, শামসুল আলম, ফারুক চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
অপরদিকে ১৫ অক্টোবর বিকেল ৪টায় ইষ্টার্ণ জুট মিল গেটে একই দাবীর সমর্থনে শ্রমিক সমাবেশ সফলের লক্ষ্যে ফুলতলায় প্রচারপত্র বিলি, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেনÑনাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক খান, কেন্দ্রীয় বিকল্প সদস্য গাজী নওশের আলী, গণসংহতি আন্দোলন, ফুলতলা উপজেলা আহ্বায়ক মোঃ অলিয়ার রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, শ্রমিকনেতা জাকির সরদার, সাইফুল ইসলাম, কওসার আহমেদ মোড়ল প্রমুখ নেতৃবৃন্দ।