পাইকগাছা পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

0
143

নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর ৫৬ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৮১৬.৮২ টাকা আয় ও ৫৬ কোটি ৬৩ লাখ ২৪ হাজার ১৯৪.৬৭ টাকা ব্যয়সহ ৩৩ লাখ ৫ হাজার ৬২২.১৫ টাকা উদ্বৃত্ত দেখিয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, কাউন্সিলর এস.এম. তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, আসমা আহম্মেদ, রাফেজা খানম, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আলাউদ্দীন গাজী, আব্দুল গফফার মোড়ল, ইঞ্জিনিয়ার নুর আহমেদ, মৃণাল কান্তি সানা, উত্তম কুমার ঘোষ।

খুলনা টাইমস/এমআইআর